কলকাতা: বিজেপি থেকে বরখাস্ত করা হল জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে। গেরুয়া শিবির জানিয়ে দিয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা দলের সদস্য থাকবেন।
এর আগে দল বিরোধী মন্তব্যের জন্য রবিবার জয়প্রকাশ ও রীতেশকে শো কজ করেছিল রাজ্য বিজেপি। শো কজের চিঠিতে লেখা হয়েছিল, দলবিরোধী মন্তব্যের জন্য কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে। এই শো-কজের জবাব দিচ্ছেন না বলেই স্পষ্ট করেছিলেন জয়প্রকাশ ও রীতেশ। তার পরই তাঁদের বরখাস্ত করা হয়েছে বলে সূত্রের খবর।
এ প্রসঙ্গে বিজেরি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “প্রত্যেক দলের অন্দরে একটা শৃঙ্খলারক্ষা কমিটি রয়েছে। সেই শৃঙ্খলারক্ষা কমিটি দলের কোনও কর্মীর আচরণ নিয়ে প্রশ্ন তুলতেই পারে। সেই মতো পদক্ষেপ করা হয়েছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ,তাঁরা যথাসময়ে যথাযোগ্য ফোরামে তার উত্তর দেবেন।’’
আরও পড়ুন : পদ্ম শিবিরে ফের ভাঙন, বিজেপি ছাড়লেন অভিনেতা বনি