ভারতীয় সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সিঙ্গাপুরে ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কার্যত স্বীকার করেছেন, পাকিস্তানের হামলায় ভারতের অন্তত একটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এরপরই সরব হয়েছে বিরোধী দল কংগ্রেস।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “সরকার অপারেশন সিঁদুর নিয়ে দেশের সামনে সত্য গোপন করেছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে।” তিনি এও দাবি করেছেন, বিষয়টি নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা হওয়া উচিত।
প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানে পাল্টা সামরিক অভিযান চালায় ভারত। সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। এরপরই ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত চরমে পৌঁছয়। পাকিস্তানের দাবি, তারা ভারতের ছ’টি যুদ্ধবিমান ধ্বংস করেছে, যদিও ভারত তা মানেনি।
এই প্রেক্ষিতে সেনা সর্বাধিনায়কের বক্তব্য এক নতুন মাত্রা যোগ করেছে। চৌহান বলেন, “যুদ্ধবিমান ধ্বংসের সংখ্যা নয়, তা কীভাবে ধ্বংস হল এবং আমাদের কৌশলগত ভুল কী ছিল, সেটাই গুরুত্বপূর্ণ।” তিনি স্বীকার করেন, কিছু ভুল হয়েছিল, যা পরে শুধরে নেওয়া হয়েছে।
এই বক্তব্য সামনে আসতেই ফের প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন, “দেশবাসীকে সত্য জানানো হোক।” অন্যদিকে, বিজেপির পাল্টা বক্তব্য, জাতীয় নিরাপত্তা নিয়ে রাজনীতি করা অনুচিত এবং এই ধরনের মন্তব্যে সেনার মনোবল ভাঙে।
ভারত-পাকিস্তান সংঘাতের এমন স্পর্শকাতর পর্বে সেনা সর্বাধিনায়কের বক্তব্য যে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে, তা বলাই বাহুল্য। এখন দেখার, সংসদে এই ইস্যু কতদূর গড়ায়।