বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

ঝাড়গ্রাম: চলমান লোকসভা ভোটের মধ্যেই দলবদল করলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভায় তৃণমূলের পতাকা তুলে নিলেন তিনি।

এ বারের লোকসভা ভোটে বিজেপি-র টিকিট পাননি কুনার হেমব্রম। তাঁর পরিবর্তে ঝাড়গ্রাম লোকসভায় চিকিৎসক প্রণত টুডুকে প্রার্থী করেছে বিজেপি।

বিজেপির প্রার্থীতালিকা ঘোষণার আগেই দল ছাড়ার কথা জানিয়েছিলেন কুনার। জানিয়ে দিয়েছিলেন, ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের হয়ে প্রচার করবেন তিনি। এ বার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন কুনার।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক