কলকাতা: ছিনতাই করতে বাধা! অভিযোগ, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় ঝাড়খণ্ডের ইউটিউব ‘তারকা’ রিয়া কুমারীর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের রাজাপুর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর মহিষরেখা সেতুর কাছে।
ঘটনায় প্রকাশ, এ দিন সকাল ৬টা নাগাদ নিজেদের গাড়ি নিয়ে ঝাড়খণ্ড থেকে কলকাতার দিকে আসছিলেন প্রকাশ কুমার, তাঁর স্ত্রী রিয়া কুমারি ও তাঁদের সন্তান। জাতীয় সড়কের মহিষরেখা ব্রিজের কাছে তাঁদের গাড়ি দাঁড়ায়। রিয়ার স্বামীর অভিযোগ, সেই সময় আচমকাই তিনজন দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়। ছিনতাই করতে গেলে বাধা দেন রিয়া। বাধা দিতেই রিয়ার উপর ঝাপিয়ে পড়ে ওই তিন দুষ্কৃতী। সেই সময় রিয়াকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কানের তলায় গুলি লাগে রিয়ার। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রিয়া।
এর পর দুষ্কৃতীরা ছিনতাই করে পালিয়ে যায় বলে দাবি প্রকাশের। প্রকাশ আহত স্ত্রীকে নিয়ে পৌঁছন রাজাপুর থানার পীরতলা এলাকায়। সেখানে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান তিনি। স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসার পর উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিয়াকে। কিন্তু চিকিৎসকরা রিয়াকে মৃত বলে জানান।
তবে এই ঘটনায় প্রকাশকে সন্দেহের নজরে দেখছে পুলিশ। যে নির্জন জায়গায় তিনি গাড়ি দাঁড় করান, তার পর ছিনতাইয়ের যে ঘটনা বর্ণনা করেছেন তিনি, তা সন্দেহজনক ঠেকছে পুলিশের। বিশেষত তাঁদের ভাবাচ্ছে, সেতুর কাছে গাড়ি দাঁড় করানো এবং ঠিক সেই সময়েই দুষ্কৃতীদের প্রকাশকে ঘিরে ফেলা— এই দুই ঘটনার সমাপতন। এই দুই ঘটনা কাকতালীয়, না কি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাই এ দিন দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। প্রকাশকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করাচ্ছে পুলিশ।