আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠান পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ দল।
পুলিশ সূত্রে খবর, প্রায় ১০ দিন আগে আসানসোল দুর্গাপুর পুলিশের একটি বিশেষ দল দিল্লিতে পৌঁছোয় এবং বিভিন্ন জায়গায় বিজেপি নেতার খোঁজে তল্লাশি চালায়। তারপরই শনিবার নয়ডায় খোঁজ পেয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়। হুড়োহুড়ির মধ্যে প্রাণ যায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী-সহ তিন জনের। ২৭ নম্বর ওয়ার্ডের ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন স্থানীয় বিজেপি কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি, যিনি জিতেন্দ্রর স্ত্রী। ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারীও।। তিনি বেরিয়ে যাওয়ার পরই হুলস্থুল বাঁধে বলে জানা গিয়েছিল।
সেই কাণ্ডে গ্রেফতার করা হয়েছে জিতেন্দ্রকে। ওই ঘটনায় অভিযোগ দয়ের হয়েছে, জিতেনের স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ মোট ৩ কাউন্সিলরের নামেও। জানা গিয়েছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেছে।