টানা ১১ দিনের অনশন ও অবস্থান-বিক্ষোভের পর সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন যোগ্য গ্রুপ C ও গ্রুপ D শিক্ষাকর্মীরা। মাধ্যমিকের ফলপ্রকাশ এবং পর্ষদের আশ্বাসকে সম্মান জানিয়ে আন্দোলনে বিরতি, তবে লড়াই থেমে নয়—এমনটাই জানালেন তারা।
বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে শিক্ষাকর্মী প্রতিনিধিরা রিভিউ পিটিশনে একযোগে আইনি পথে যাওয়ার আশ্বাস পান। পর্ষদ জানিয়েছে, তারা শিক্ষাকর্মীদের পাশে আছে। আন্দোলনের জেরে অসুস্থ হয়ে পড়া বহু চাকরিহারা কর্মীর শারীরিক অবস্থার দিকেও নজর রেখেই নেওয়া হয়েছে এই মানবিক সিদ্ধান্ত।
সল্টলেকের করুনাময়ী মোড়ে টানা ২৬৮ ঘণ্টা—অর্থাৎ ১১ দিন ধরে অবস্থান চালিয়ে গিয়েছেন তাঁরা। এর মধ্যে ১২০ ঘণ্টা জল পর্যন্ত ছোঁননি কেউ কেউ।
চাকরিহারা গ্রুপ ডি কর্মী মলয় রায় বলেন, ‘‘আমাদের মূল দাবি ছিল, ‘যোগ্য’দের তালিকা প্রকাশ করতে হবে। তাতে কোনও আশানুরূপ উত্তর দিতে পারেনি পর্ষদ। তবে আইনি লড়াইয়ের আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের সে জন্য প্রস্তুতি নিতে হবে। তাই সাময়িক ভাবে আন্দোলন থেকে সরছি আমরা।’’