রাতারাতি চাকরি হারিয়ে দিশাহীন প্রায় ২৬ হাজার শিক্ষক। সেই অসহায়তার মধ্যেই সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে কিছুটা স্বস্তি পেলেন ‘যোগ্য’ চাকরিহারারা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, “দু’মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করবে সরকার। সার্ভিস ব্রেক হবে না।”
২০১৬-র এসএসসি প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’র অভিযোগে। তাতে রাতারাতি কাজ হারিয়েছেন হাজার হাজার শিক্ষক। এর মধ্যে প্রায় ৭ হাজার ‘অযোগ্য’ থাকলেও বাকিরা ‘যোগ্য’ ছিলেন এসএসসি-র তালিকায়। মুখ্যমন্ত্রীর দাবি, শীর্ষ আদালত যোগ্য-অযোগ্য আলাদা না করেই পুরো প্যানেল বাতিল করেছে।
সমাবেশে মমতা বলেন, “ভিক্ষা করে খেতে হবে না আপনাদের। সরকার পাশে আছে। যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না। আপনারা স্বেচ্ছায় স্কুলে যান, কাজ করুন। নোটিস না পাওয়া পর্যন্ত কেউ বাধা দেবে না।”
‘অযোগ্য’দের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “আগে যোগ্যদের ব্যবস্থা করি। কেউ যদি অযোগ্য প্রমাণিত হন, সরকার কিছু করতে পারবে না।” তিনি আরও জানান, সুপ্রিম কোর্টের কাছে তালিকা ও ব্যাখ্যা চাওয়া হবে। প্রয়োজনে সরকার বিকল্প ভাবনাও করছে।
চাকরিহারাদের দীর্ঘ অনিশ্চয়তার পর মুখ্যমন্ত্রীর এই বার্তা আশার আলো দেখালেও, সবার নজর এখন শীর্ষ আদালতের পরবর্তী পদক্ষেপ ও সরকারের রূপরেখার দিকে।