আর মাত্র চার মাস পরেই নির্বাচন আমেরিকায়। তার আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। দেশবাসীর উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এই কথা জানিয়েছেন তিনি।
ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন বাইডেন। নভেম্বরের নির্বাচনে তাঁরই লড়ার কথা ছিল রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এরই মধ্যে রবিবার বর্তমানের প্রেসিডেন্ট ঘোষণা করেন যে প্রেসিডেন্ট নির্বাচনে আর তিনি সামিল হবেন না। তাঁর বদলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ডেমোক্রাটের প্রার্থী হিসাবে ঘোষণা করার ইঙ্গিত দিয়েছেন বাইডেন।
সাম্প্রতিক ঘটনাবলী থেকে স্পষ্ট, বয়সের ভার, শারীরিক অসুস্থতা, দলের অন্দরেই বিরোধ- চাপ আসছিল বেশ কয়েকদিন ধরেই। তারপরও দাঁতে দাঁত চেপে লড়ছিলেন বাইডেন। তবে শেষ পর্যন্ত হার তাঁকে মানতেই হল।
নিজের এক্স হ্যান্ডলে বাইডেন লিখেছেন, “দেশের স্বার্থে এবং দলের স্বার্থে আমার সরে দাঁড়ানো প্রয়োজন। আমার মেয়াদের বাকি সময়টুকু একনিষ্ঠ ভাবে নিজের দায়িত্ব পালন করে যেতে চাই।”
প্রসঙ্গত, কমলা হ্যারিসকেই প্রেসিডেন্ট পদপ্রার্থী করে ডেমোক্রাটরা, তবে মার্কিন ইতিহাসে প্রথমবার কোনও কৃষ্ণাঙ্গ মহিলা প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন। শুধু কৃষ্ণাঙ্গ হিসাবেই নন, কমলা হ্যারিসের রয়েছে ভারত যোগও। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের জন্ম তৎকালীন মাদ্রাজে। ছোটবেলায় তিনি বহুবার ভারতেও এসেছেন।