উত্তরবঙ্গের রাজনীতিতে নয়া সমীকরণ! কালচিনির সুভাষিণী চা-বাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশাসনিক সভায় উপস্থিত বিজেপি নেতা জন বার্লা। মঞ্চে উঠেই জন বার্লার সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি টিকিট না দেওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী জন বার্লা। তখনই ফুলবদলের জল্পনা শুরু হয়। পরবর্তীতে দিল্লি গিয়ে নেতৃত্বের সঙ্গে সাক্ষাতও করেন প্রাক্তন বিজেপি সাংসদ। তারপর বেশ কিছুদিন রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি নতুন করে মাথা চাড়া দেয় তাঁর দলবদলের জল্পনা।
জন বার্লা নিজেই বলেছেন, মুখ্যমন্ত্রী সুযোগ দিলে তিনি একসঙ্গে কাজ করতে চান। শোনা যাচ্ছিল, এদিন কালচিনির সভায় তৃণমূলের পতাকা হাতে নিতে পারেন তিনি।
আপডেট আসছে…