বুধবার ইডেন গার্ডেন্সে দাপট দেখিয়ে ইংল্যান্ডকে হারাল ভারত। সাদা বলের ক্রিকেটে ফিরেই প্রমাণ হয়ে গেল কেন টি-টোয়েন্টিতে বিশ্বসেরা ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১৩২ রানের বেশি তুলতে পারেনি। ভারত সেই লক্ষ্য মাত্র ১২.৫ ওভারে সহজেই পার করে দেয়।
ভারতের বোলাররা শুরু থেকে ইংল্যান্ডকে চাপে রাখেন। আরশদীপ সিং, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর পটেল দুটি করে উইকেট নেন, আর বরুণ চক্রবর্তী তিনটি উইকেট শিকার করেন। রবি বিশ্নোই উইকেট না পেলেও মাত্র ২২ রান দিয়ে ইংল্যান্ডের রান তুলতে বাধা দেন। ইংল্যান্ডের হয়ে কেবল জস বাটলার কিছুটা লড়াই করলেও বাকিরা ব্যর্থ হন, যার ফলে ১৩২ রানে গুটিয়ে যায় তাঁদের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে সঞ্জু স্যামসন (২৬) বড় শট খেললেও, অভিষেক শর্মা ধৈর্য ধরে ইনিংস গড়ছিলেন। সঞ্জু আউট হওয়ার পরেই শুরু হয় অভিষেকের তাণ্ডব। মাত্র ৩৪ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল আটটি ছক্কা ও পাঁচটি চার। বিশেষ করে মার্ক উডের ১৫৩ কিমি প্রতি ঘণ্টার গতির বল ফ্লিক করে ছক্কা মারা নজর কাড়ে।
সূর্যকুমার যাদব (০) রান না পেলেও ভারতের জয় নিয়ে কোনও সমস্যা হয়নি। শেষ পর্যন্ত তিলক বর্মা (১৯) এবং হার্দিক পান্ডিয়া (৩) মিলে ম্যাচ জিতিয়ে দেন।