কলকাতা: রবিবার ভোরে নিজের চেতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে সংবাদপত্র ও টেলিভিশন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মারণ রোগে আক্রান্ত ছিলেন দেবাশিস ভট্টাচার্য। কলকাতায় নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসারত ছিলেন তিনি। কিছুদিন আগে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। রবিবার নিজের বাড়িতে তিনি প্রয়াত হন। এ দিন বেলা ১১টা নাগাদ প্রবীণ এই সাংবাদিকের দেহ এসএসকেএম হাসপাতালে দান করা হয়।
তাঁর সাংবাদিকতা শুরু দর্পণ পত্রিকা থেকে। সংবাদপত্র জগতে তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে শীর্ষে পৌঁছেছিলেন তিনি। ‘আজকাল’, ‘আকাশ বাংলা’, ‘২৪ ঘণ্টা’ সহ একাধিক মুদ্রণ ও টেলিভিশন মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বর্তমানে একটি ম্যাগাজিন সম্পাদনার কাজে তিনি যুক্ত ছিলেন। ‘ইন্দিরার কারাগারে’, ‘ সত্তরের দিনগুলি’, ‘ সেই ত্রিশ বছর’ প্রভৃতি একাধিক তাঁর লেখা পুস্তক জনপ্রিয়তা পায়।
সংবাদ জগতের পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। চার দশকের বেশি সাংবাদিকতায় যুক্ত দেবাশিসবাবু গোড়ায় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যুক্ত ছিলেন নকশাল আন্দোলনের সঙ্গে। মানবাধিকার আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন বহু বছর। ছিলেন মানবাধিকার সংগঠন এপিডিআরের সম্পাদক। জরুরি অবস্থার সময় সেই সংগঠন নিষিদ্ধ হয়। গোপনে সংগঠনের কাজ করায় দেবাশিসবাবুকে গ্রেফতার করে পুলিশ। বেশ কিছুদিন জেলে কাটাতে হয় তাঁকে।
তাঁর প্রয়াণে স্তব্ধ গোটা সংবাদ মহল। তাঁর আত্মার শান্তি কামনা করে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।