Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দশমীতে সুরুচিতে হাজির সজ্জন জিন্দাল, বাংলায় আরও বড় বিনিয়োগের আশ্বাস - NewsOnly24

দশমীতে সুরুচিতে হাজির সজ্জন জিন্দাল, বাংলায় আরও বড় বিনিয়োগের আশ্বাস

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আবহেই বাংলায় বিনিয়োগের নতুন বার্তা দিলেন জিন্দাল গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল। বিজয়া দশমীর দিন নিউ আলিপুরের সুরুচি সংঘের পুজোমণ্ডপে এসে তিনি স্পষ্ট জানালেন— শালবনি থেকে দুর্গাপুর, একাধিক ক্ষেত্রে জিন্দাল গোষ্ঠী আরও বড় লগ্নি করতে চলেছে বাংলায়।

শালবনিতে ১৬ হাজার কোটি টাকার বিনিয়োগ

গত এপ্রিলেই পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ১৬ হাজার কোটি টাকার বেশি খরচে ৮০০ মেগাওয়াট করে দু’টি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার কাজ শুরু করেছে জিন্দাল গ্রুপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রকল্পের শিলান্যাসও হয়েছে। এই প্রকল্পে কৃষক জমির মালিকানা থাকায় তাঁদের স্বার্থ সংরক্ষণের আশ্বাসও দেন জিন্দাল। পাশাপাশি ২ হাজার একর শিল্পপার্ক তৈরির উদ্যোগও চলছে।

দুর্গাপুর বিমানবন্দরে বিনিয়োগ

দুর্গাপুর বিমানবন্দরের আধুনিকীকরণেও বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা করেছিলেন তিনি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে। সেই প্রতিশ্রুতিও পূরণ হবে বলে ফের আশ্বাস দিলেন জিন্দাল। তাঁর মতে, এই বিনিয়োগ দুর্গাপুর অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

সুরুচির মণ্ডপে উচ্ছ্বসিত জিন্দাল

দশমীর দিন স্ত্রী সঙ্গীতা জিন্দালকে নিয়ে সুরুচি সংঘের মণ্ডপে উপস্থিত হন সজ্জন জিন্দাল। সেখানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাস মণ্ডপ ঘুরিয়ে দেখান তাঁকে। এ বছরের সুরুচির থিম ছিল “আহুতি”, বাংলার স্বাধীনতা সংগ্রামীদের আত্মদানকে কেন্দ্র করে।

মণ্ডপ দর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে জিন্দাল বলেন, “এখানে দুর্গাপুজোয় প্রথম এলাম। দারুণ অভিজ্ঞতা। মুম্বইয়ের গণপতি উৎসব যেমন বৃহৎ, তেমনই বাংলার দুর্গাপুজো অন্য মাত্রার। শিল্পীর কল্পনা ও বাস্তবায়ন অনন্য। ইউনেসকোর ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া উচিতই ছিল, হয়েছে সেটাই।”

স্ত্রী সঙ্গীতা জিন্দাল বলেন, “বাংলার শিল্পীরা ও কিউরেটররা যেভাবে ভাবনায় অর্থ ফুটিয়ে তোলেন, তা সত্যিই অসাধারণ।”

মুখ্যমন্ত্রীকে প্রশংসা

এর আগে শালবনির প্রকল্প শিলান্যাসে জিন্দাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন। তাঁর বক্তব্যে স্পষ্ট— বাংলার উন্নতি মানেই দেশের উন্নতি।

দুর্গাপুজোর আবহেই বাংলায় আরও বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে সজ্জন জিন্দাল কার্যত শিল্প জগতে ইতিবাচক বার্তা দিলেন। একদিকে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা, অন্যদিকে শিল্পক্ষেত্রে প্রতিশ্রুতি—সব মিলিয়ে বাংলায় ব্যবসা-বিনিয়োগের পরিবেশকে আরও দৃঢ় করার আশ্বাস রাখলেন জিন্দাল।

Related posts

দুবাই এয়ার শো-তে তেজস ভেঙে মৃত্যু ভারতীয় পাইলট নমনশ স্যায়ালের, শোকস্তব্ধ হিমাচল

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা