আন্দোলনকে “নাটক” হিসেবে অভিহিত করলেন দিলীপ ঘোষ, পাল্টা প্রশ্ন জুনিয়র ডাক্তারদের

কলকাতা: বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্যের জেরে আরজি কর-কাণ্ড নিয়ে আন্দোলন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আন্দোলনকে “নাটক” হিসেবে অভিহিত করে নতুন আলোচনা উসকে দিয়েছেন তিনি। তবে, আন্দোলনরত ডাক্তারদের মতে, তাঁদের সংগ্রাম জনসাধারণের জন্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য।

মঙ্গলবার পূর্ব বর্ধমানের এক কর্মসূচি থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষ আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন। আন্দোলনের ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, “এত নাটক করে কী লাভ হল? যাঁরা বদলি হলেন, তাঁরা প্রোমোশন পেলেন। মোমবাতি জ্বেলে, তালি দিয়ে কী লাভ হল? কেন মানুষ দেড় মাস কষ্ট করলেন? হাসপাতালের যে অব্যবস্থা, তার কোনও পরিবর্তন হল কি? এই প্রশ্ন মানুষের মুখে ঘুরছে।”

দিলীপ ঘোষের এই বক্তব্য দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তাঁর মন্তব্যকে কটাক্ষ করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অন্যতম প্রতিনিধি কিঞ্জল নন্দ পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন সিংবাদাধ্যমের কাছে। তিনি বলেন, “যেটুকু হয়েছে, তা এই আন্দোলনের জন্যই হয়েছে। মানুষের আন্দোলনকে নাটক বলা হলে সাধারণ মানুষকেই অপমান করা হয়।”

তিনি আরও প্রশ্ন তোলেন, রাজনৈতিক নেতাদের ক্ষমতা থাকা সত্ত্বেও তাঁরা কী করেছেন সেই সমস্যা সমাধানের জন্য। কিঞ্জলের মতে, “আমরা ছাত্রেরা আন্দোলন করেছি বিচারের জন্য। যতক্ষণ পর্যন্ত বিচার না পাব, আমাদের আন্দোলন চলতে থাকবে।” সুপ্রিম কোর্টে মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সুপ্রিম কোর্টের শুনানি কেন বারবার পিছনো হচ্ছে, সেই বিষয়ে তাঁর (দিলীপ ঘোষের) কী বক্তব্য? সেটা তিনি বলুন।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক