রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতি ঘোষণা জুনিয়র ডাক্তারদের

কলকাতা: সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির দিনই রাজ্যের চিকিৎসকদের নতুন কর্মবিরতির ঘোষণা। জুনিয়র চিকিৎসক সংগঠনের জিবি বৈঠক প্রায় ৮ ঘণ্টা ধরে চলে, যেখানে তাঁরা রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নেন। বৈঠকের শেষে জুনিয়র চিকিৎসকেরা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তাঁদের দশ দফা দাবি পূরণ না হবে, ততদিন কর্মবিরতি চলবে।

চিকিৎসকদের প্রধান অভিযোগ, রাজ্য সরকার বারবার নিরাপত্তার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সরকার। এই পরিস্থিতিতে নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল।

চিকিৎসকদের এই কর্মবিরতির ফলে রাজ্যের হাসপাতালগুলিতে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। রোগীদের ভোগান্তি বাড়ার সম্ভাবনা থাকলেও, চিকিৎসকরা জানান, নিরাপত্তার বিষয়টি অবহেলা করা যাবে না এবং তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

ডাক্তারদের তরফ থেকে যে দশ দফা দাবি পেশ করা হয়েছে সেগুলি হল— নির্যাতিতার দ্রুত ন্যায়বিচার, স্বাস্থ্যসচিবের অপসারণ, হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা, সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করা, হাসপাতালের খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু করা, ছাত্র সংসদ নির্বাচন, হাসপাতালগুলিতে শূন্যপদ পূরণ করা, হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করা, দ্রুত সমস্ত হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি, প্যানিক বোতামের ব্যবস্থা করা।

Related posts

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের