কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি সরকারি হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেছেন রবিবার। এর পর সোমবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন রাজ্যের বহু সরকারি এবং বেসরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারেরা।
আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উঠেছে প্রতিবাদের ঝড়। প্রতিবাদে গর্জে উঠেছে হাজার হাজার কণ্ঠ। আরজি কর সহ অন্য হাসপাতালে রবিবারও চলেছে কর্মবিরতি। শনিবারের মতো, রবিবারও কর্মবিরতি পালন করেন জুনিয়র চিকিৎসকরা।
জানা গিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজে একটি জেনারেল বডি (জিবি)-র বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সরকারি এবং বেসরকারি মিলিয়ে মোট ১২টি হাসপাতালের প্রতিনিধিরা। ওই বৈঠকে মোট ছ’দফা দাবি তোলা হয়েছে। তাঁদের দাবি, চাই নিরাপত্তা, আরজি করের সমস্ত আধিকারিকদের পদত্যাগ, তদন্তে স্বচ্ছতা, চাই বিচারবিভাগীয় তদন্ত, মহিলা চিকিৎসকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং প্রতিবাদরত ছাত্রদের উপর পুলিশি অত্যাচারের জন্য ক্ষমা চাইতে হবে কলকাতা পুলিশকে।
আবাসিক ডাক্তাররা জানিয়েছেন, তাঁদের এই দাবিগুলি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এর ফলে সোমবার থেকে ভোগান্তির মুখে পড়তে হতে পারে রোগী ও তার পরিজনদের।