কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার আড়াই মাস কেটে গেলেও এখনও নির্যাতিতা বিচার পাননি। সেই বিচার আদায়ের দাবিতে আগামী ৩০ অক্টোবর ফের সিজিও কমপ্লেক্সে অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সম্প্রতি সিবিআইয়ের চার্জশিট নিয়ে প্রশ্ন তুলে আন্দোলন আরও তীব্র করেছেন তাঁরা এবং সিজিও-চলো অভিযানের ডাক দিয়েছেন।
শনিবার আরজি কর মেডিক্যাল কলেজে প্রায় ছয় ঘণ্টার গণ কনভেনশনের পর মোমবাতি ও মশাল হাতে ক্যাম্পাসে মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। এই মিছিলে নাগরিক সমাজও তাঁদের পাশে দাঁড়িয়েছে। এছাড়াও, গত সপ্তাহে অনশন তোলার পর মাত্র পাঁচ দিনের মাথায় ফের বিচারের দাবিতে গণ কনভেনশন আয়োজন করা হয়, যেখানে বিশিষ্টজনরাও অংশ নেন।
গণ কনভেনশনে থ্রেট কালচারের প্রতিবাদে সরব হন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যরা। তাঁরা জানান, মিথ্যা অভিযোগের মাধ্যমে আন্দোলনকে দমন করার চেষ্টা করা হচ্ছে। জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে পাল্টা দাবি করা হয় যে, তাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে এবং ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।
৩০ অক্টোবরের এই সিজিও অভিযান, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে, যেখানে তাঁরা ন্যায়বিচার আদায়ে অবিচল রয়েছেন।