কলকাতা: আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা ইমেল করে জানিয়ে দিয়েছেন, বৈঠকে উপস্থিত থাকবেন, তবে মুখ্যসচিব মনোজ পন্থের দেওয়া শর্ত মানা হবে না। ইমেলে তাঁরা স্পষ্ট করে জানিয়েছেন, বৈঠকের আগে অনশন তুলে নেওয়া হবে না। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই অনশন তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার রাত পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মধ্যে বৈঠক চলেছিল এবং রবিবার সকালে এনআরএস মেডিক্যাল কলেজে আরও একবার জেনারেল বডির বৈঠক হয়। অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। পরে সিদ্ধান্তের কথা ইমেল করে জানানো হয় মুখ্যসচিবকে।
প্যান জিবি বৈঠকের পর, আন্দোলনকারী ডাক্তার দেবাশিস হালদার জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেও, তাঁদের দাবি নিয়ে এখনও কোনও সমাধান সূত্র বের হয়নি। তিনি জানান, ‘‘আমরা চাই, কোনও শর্ত ছাড়াই বৈঠকে যোগ দিতে।’’
যদি আজকের বৈঠক থেকে কোনও সমাধান না আসে, তবে জুনিয়র ডাক্তাররা আগামী মঙ্গলবার পূর্বপরিকল্পিত কর্মসূচি পালন করবেন এবং আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে বলে জানিয়েছেন তাঁরা।