কলকাতা: মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করলেন আন্দোলনরত চিকিৎসকদের ২২ জনের প্রতিনিধিদল। বাইরে ছিলেন এক বিশাল সংখ্যক আন্দোলনকারী। সোমবার থেকে তাঁরা লালবাজারের অনতিদূরে অবস্থান বিক্ষোভ করছিলেন।
এক ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনায় কলকাতা পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিয়ে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি চিকিৎসদের প্রতিনিধি দল। জানিয়ে দিলেন, লালবাজারের সামনে থেকে তাঁরা অবস্থান তুলে নিচ্ছেন। কিন্তু বিচারের দাবিতে আন্দোলন চলবে। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতেও অনড় রয়েছেন তাঁরা।
আন্দোলনকারীদের তরফে অনিকেত মাহাতো জানান, সিপি বিনীত গোয়েলের কাছেই সিপির পদত্যাগের দাবি করা হয়েছে। তার কারণও তুলে ধরা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, সিপি জানিয়েছেন নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন তিনি।
তাঁরা আরও বলেন, “১৪ আগস্টের ঘটনা প্রসঙ্গে তাঁরা স্বীকার করেছেন, এটি পুলিশি ব্যর্থতা। কিন্তু আলোচনার কোনও সদুত্তর আমরা পুলিশ কমিশনারের থেকে পাইনি। আমরা আমাদের দাবিতে এখনও অনড়। নৈতিক দায় নিয়ে সিপির পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি।”