কলকাতা: ধর্ষণের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করতে মঙ্গলবার নতুন বিল পেশ করা হল রাজ্য বিধানসভায়। এ দিন বক্তৃতা করার সময় বিলের বিশেষত্ব থেকে শুরু করে সারা দেশে ধর্ষণের ঘটনাগুলোকে ধিক্কার জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর বক্তৃতার সময় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিরোধী শিবির থেকে স্লোগান উঠতে শুরু করে। এরপরই মমতা বলেন, নরেন্দ্র মোদীকে আগে পদত্যাগ করতে বলুন। মমতা বলেন, “আমাকে কটু কথা বললে আমার কিচ্ছু যায় আসে না। আপনারা যা বলছেন বলুন। কিন্তু বাংলা মা কে বদনাম করবেন না।”
বিজেপি বিধায়কদের উদ্দেশে মমতা বলেন, “আপনারা যেভাবে আমাকে অপমান করেছেন, আমরা কখনও আপনাদের প্রধানমন্ত্রীকে করিনি। কখনও ভেবেছেন, আমরা যদি ওইভাবে প্রধানমন্ত্রীকে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে অসম্মান করি, তা হলে কেমন লাগবে?”
বার বার বাধা পেলেও বিরোধীদের শোরগোল এবং বিক্ষোভের মধ্যেই বলে চলেছেন মমতা। বিরোধী বিধায়কদের বলেন, আপনারা চুপ করে শুনুন। একেবারে শেষপ্রান্তে এসে মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবি তুলছিলেন বিরোধীরা। মমতা তাদের জবাব দিয়ে হুঙ্কার দিয়ে বললেন, আগে নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই। তার পরে বাকি কথা।