বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরল শিক্ষা সংক্রান্ত মামলা

কলকাতা: এক বেনজির ঘটনার সাক্ষী কলকাতা হাইকোর্ট। এক বিচারপতির বিরুদ্ধে আর এক বিচারপতি এজলাসে বসেই একের পর এক অভিযোগ করেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরব হন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে। তার পর পরই বৃহস্পতিবার রাতে হাইকোর্ট একটি নির্দেশিকা জারি করে জানাল, আগামী সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে অন্য ডিভিশন বেঞ্চে। তবে কেন এই হঠাৎ বদল তার কারণ জানানো হয়নি নির্দেশিকায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, বিচারপতি সৌমেন সেন সম্প্রতি যা যা আচরণ করছেন, তাতে মনে হচ্ছে, তিনি কোনও একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায় এ-ও বলেন, হাইকোর্টের এক বিচারপতিকে নিজের ঘরে ডেকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছেন বিচারপতি সেন। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরই কলকাতা হাইকোর্টে তোলপাড় শুরু হয়। আর তার পরেই রাতে একটি নির্দেশিকা জারি করা হয় হাইকোর্টের তরফে।

এর পরই নহাইকোর্টে শিক্ষায় নিয়োগ সংক্রান্ত সব মামলার ডিভিশন বেঞ্চ বদল। মেডিক্যালে ভর্তিতে দুর্নীতি-সহ শিক্ষা সংক্রান্ত মামলার ডিভিশন বেঞ্চ বদল। হাইকোর্টের নির্দেশিকায় জানানো হয়, বিচারপতি সেনের বেঞ্চে থাকা সমস্ত মামলা বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ শুনবে। আগামী শুক্রবার থেকে রস্টার পরিবর্তনের নির্দেশ কার্যকর হবে। ২৯ জানুয়ারি থেকেই শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি নতুন ডিভিশন বেঞ্চে হবে।

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস