কলকাতা: ২০১৬-র প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার একটি মামলার শুনানিতে তিনি বলেন, “ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব”।
২০১৬-র প্যানেল অনুযায়ী, ৪২ হাজার ৫০০ শিক্ষকের নিয়োগ হয়েছিল প্রাথমিকে। প্রায় ৩২ হাজার অপ্রশিক্ষিত প্রার্থী ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগপত্র পেয়েছেন বলে উল্লেখ করেছেন মামলাকারীরা। এই অভিযোগ শুনে বেজায় ক্ষুব্ধ হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘প্যানেলকে স্বচ্ছ করার যত চেষ্টা করছি তত নতুন নতুন দুর্নীতি বেরোচ্ছে”।
এর পরই প্রয়োজনে সেই প্যানেল বাতিল করে দেওয়া হবে বলে মন্তব্য করেন বিচারপতি। হুঁশিয়ারি দিয়ে বিচারপতির মন্তব্য, ‘‘আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।’’
প্রসঙ্গত, ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় চাকরির আবেদন জানিয়ে মামলা করেন ১৪০ জন অপ্রশিক্ষিত প্রার্থী। নম্বর বিভাজনের প্রকাশিত তালিকায় অনেক অপ্রশিক্ষিত প্রার্থীর সুপারিশপত্র পাওয়ার অভিযোগ করেছেন তাঁরা। মামলাকারীদের আরও বেশ কিছু নথি পেশের নির্দেশ দেন বিচারপতি। ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানানো হয়।