কলকাতা: বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ি ও হাইকোর্ট চত্বরে তাঁর নামে কুরুচিকর পোস্টার দেওয়া, বিচারপতির এজলাসের বাইরে বিক্ষোভ এবং এজলাস বয়কটের ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। আদালতের সম্মান যাতে নষ্ট না হয় তা নিয়ে কড়া বার্তা দিয়েছেন বিচারপতি মান্থা।
বুধবার কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসুমল্লিককে বিচারপতি মান্থা বলেন, “আমি অনুরোধ করছি। আদালতের সম্মান নষ্ট করবেন না।”
একইসঙ্গে তিনি বলেন, “শুধু মাত্র আমার নয়, অন্য কোনো বিচারপতির এজলাসের সামনেও যেন বিক্ষোভ না হয়। অনেক গুরুত্বপূর্ণ মামলার রায় দেওয়া বাকি।”
বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবশ্য এ দিন তাঁকে আশ্বস্থ করা হয়েছে। এর পরই বারের সম্পাদক উত্তর দেন, ‘‘এই এজলাসের সামনে আর কিছু হবে না। এই ঘটনা উচিত হয়নি। তবে দু’পক্ষ না থাকলে কোনো রায় বা নির্দেশ দেবেন না।’’