চিটফান্ডের টাকা ফেরানোর কমিটির চেয়ারম্যান পদে পরিবর্তন, দায়িত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার

কলকাতা: রাজ্যের চিটফান্ড কমিটির চেয়ারম্যান পদে পরিবর্তন করা হল। অসুস্থতার কারণে অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদার এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয়, তাঁর স্থলাভিষিক্ত হলেন কলকাতা হাই কোর্টের আর এক অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার।

সারদা-সহ বিভিন্ন অর্থলগ্নি সংস্থার দ্বারা প্রতারিতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট এই কমিটি গঠন করেছিল। এই কমিটি অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তি নিলামে বিক্রি করে প্রতারিতদের টাকা ফেরানোর কাজ তদারকি করে। ইতিমধ্যে অনেকেই তাঁদের প্রাপ্য টাকা ফেরত পেয়েছেন, যদিও কাজ এখনও শেষ হয়নি।

বিচারপতি সুব্রত তালুকদার আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেবেন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কমিটির কাজ আগের মতোই উচ্চ আদালতের তত্ত্বাবধানে চলবে এবং এর খরচ বহন করবে রাজ্য সরকার।

উল্লেখ্য, চিটফান্ডে প্রতারিতরা বহুবার আন্দোলন করেছেন। তাদের অভিযোগ ছিল, তালুকদার কমিটিকে যথাযথ পরিকাঠামো দেওয়া হয়নি। তবে গত কয়েক বছরে অনেকেই তাঁদের হারানো টাকা ফেরত পেয়েছেন। আর বাকি মামলাগুলোর কাজও প্রক্রিয়াধীন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক