বিধানসভার কমিটিতে জ্যোতিপ্রিয় মল্লিক, জামিনের পরই বড় দায়িত্বে প্রাক্তন মন্ত্রী

কলকাতা: জেল থেকে মুক্তি পাওয়ার পরই বিধানসভার গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার থেকে বিধায়ক হিসেবে বিধানসভার কাজে অংশ নিতে পারবেন তিনি।

বিধানসভার সূত্র উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিককে বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য এবং লোকাল ফান্ড কমিটির সদস্য করা হয়েছে। তৃণমূল সরকারের শুরু থেকেই মন্ত্রী থাকায় আগে কোনও বিধানসভা কমিটিতে ছিলেন না তিনি।

রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর মন্ত্রিত্ব হারান জ্যোতিপ্রিয়। দীর্ঘদিন আইনি লড়াইয়ের পর জামিন পেয়ে ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন তিনি। বিধানসভায় প্রকাশিত বুলেটিনে তাঁর গ্রেফতার এবং জামিন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

হাবড়ার তৃণমূল বিধায়ক হিসেবে ফের এলাকায় সক্রিয় হতে শুরু করেছেন মল্লিক। বিধানসভায় নিয়মিত উপস্থিত থেকে প্রশাসনিক কাজকর্ম সামলাচ্ছেন, পাশাপাশি হাবড়ার উন্নয়নমূলক কাজও তদারকি করছেন বলে সূত্রের খবর।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক