চরবৃত্তির অভিযোগে ধৃত জ্যোতির কলকাতা সফর ঘিরে চাঞ্চল্য, তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার জ্যোতি মালহোত্রার গতিবিধি ঘিরে বাড়ছে চাঞ্চল্য। তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা জানতে পেরেছেন, জ্যোতি একাধিকবার পশ্চিমবঙ্গে এসেছিলেন। এসেছিলেন কলকাতাতেও। রাজধানী শহরের নানা জায়গায় ঘুরেছেন তিনি, তুলেছেন ছবি ও ভিডিও।

সূত্রের খবর, কলকাতা সফরের সময় পার্ক সার্কাস এলাকায় ছিলেন জ্যোতি। গিয়েছিলেন জনপ্রিয় আরসালান রেস্তরাঁতেও, সেখানকার খাবারের ছবি তিনি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ব্যারাকপুরের দাদা বউদির বিরিয়ানির দোকানেও যান তিনি। শুধু তাই নয়, শেওড়াফুলিতে গিয়েছিলেন একটি বিয়ের ভিডিও শুট করতে। শিয়ালদহ হয়ে নদীপথে পৌঁছেছিলেন শেওড়াফুলিতে। সেই যাত্রার একাধিক ভিডিও ও ছবি রয়েছে তাঁর সংগ্রহে।

তদন্তকারীদের সন্দেহ, এই সফর শুধুই ভ্রমণের উদ্দেশ্যে ছিল না। কলকাতা ও আশপাশের এলাকায় জ্যোতির উপস্থিতির নেপথ্যে কোনও ষড়যন্ত্র লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, গত দু’বছরে অন্তত তিনবার পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি। সফর করেছেন কাশ্মীর, চিন, ব্যাঙ্কক এবং পাটায়া। কাশ্মীরে তাঁর সফর ছিল বেশ লক্ষ্যণীয়— বিশেষ কিছু জায়গার ছবি ও অবস্থান দেখে সন্দেহ আরও বেড়েছে।

তদন্তকারী সংস্থার দাবি, গোটা বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তাই জ্যোতির ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য খুঁটিয়ে খতিয়ে দেখা হচ্ছে। কলকাতার কোথায় কোথায় তিনি গিয়েছিলেন, কার কার সঙ্গে দেখা করেছিলেন— সবই রয়েছে নজরদারির আওতায়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক