আচমকা বন্ধ হয়ে গেল কবি সুভাষ মেট্রো স্টেশন। যাত্রীদের যাতায়াতে নেমে এল বিপর্যয়। বুধবার বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানায়, স্টেশনটির সংস্কার কাজ শুরু হচ্ছে এবং তা শেষ হতে সময় লাগবে প্রায় ৯ মাস।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী সুরক্ষার স্বার্থে ২৮ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে স্টেশনটির পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা চালু থাকছে।
২০১০ সালের অক্টোবরে তৈরি হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন। তবে ১৫ বছর না কাটতেই আপ লাইনের ৪টি পিলারে ফাটল, বসে যায় প্ল্যাটফর্ম এবং লাইন। পরিস্থিতি এতটাই সঙ্কটজনক হয়ে পড়ে যে, স্টেশনটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া ছাড়া উপায় ছিল না।
বিশেষজ্ঞরা বলছেন, স্টেশনটি তৈরি হয়েছে একসময়ের জলাভূমির ওপর। ফলে নরম মাটির ওপর নির্মিত পিলারের কাঠামো দুর্বল ছিল। বছর বছর অতিরিক্ত বৃষ্টির জেরে আরও ক্ষতি হয় বলে অনুমান। মেট্রো রেলও জানিয়েছে, ওভারগ্রাউন্ড স্টেশন হওয়ার পাশাপাশি অতিরিক্ত বৃষ্টির কারণেই ফাটল দেখা দিয়েছে।
সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু তার আগেই বিপত্তি ঘটে। প্রশ্ন উঠেছে মেট্রো রেলের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়েও। স্টেশন বন্ধ থাকায় দক্ষিণ কলকাতার যাত্রীদের দৈনন্দিন যাতায়াতে বড়সড় সমস্যার মুখে পড়তে হচ্ছে।