সোমবার গিরিশ পার্কে ফাইভ স্টার ক্লাবের কালী পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী। ছবি: রাজীব বসু
কলকাতা: এ বছর একই দিনে পড়েছে কালীপুজো ও দীপাবলি। সেদিন সারা রাত জুড়ে চলবে দেবী কালীর আরাধনা। এখানে জেনে নিন কালীপুজোর সঠিক সময় ও মুহূর্ত।
৩১ অক্টোবর ৩:৫২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। পরের দিন অর্থাৎ ১ নভেম্বর ১২:৪৮ মিনিটে অমাবস্যা ছাড়বে।
কালীপুজো মধ্যরাত্রি পর্যন্ত চলে, শুরুও হয় রাতেই, তাই ৩১ অক্টোবর পুজো হবে। কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর ১১:৪৮ মিনিট থেকে ১ নভেম্বর ১২:৪৮ মিনিট পর্যন্ত। মা কালীর পুজো সারা রাত ধরে চললেও এই এক ঘণ্টা সময়ের মধ্যেই মা কালীর আরাধনার সবচেয়ে উপযুক্ত সময় থাকবে।
অন্যদিকে, একটি ভিন্ন মতানুসারে, কালীপুজোর অমাবস্যা তিথি ৩১ অক্টোবর পড়বে। এই দিন দুপুর ৩ টে ০৭ মিনিট ৪২ সেকেন্ডে অমাবস্যা শুরু হবে এবং এটি শেষ হবে ১ নভেম্বর সন্ধ্যা ৫ টা ০৮ মিনিট ০৭ সেকেন্ডে।