কলকাতা: প্রায় প্রতি বছরই কালীপুজোর রাতে শব্দাসুরের তাণ্ডবে অতিষ্ঠ হন শহরবাসী। এ বারেও বিভিন্ন জায়গায় তার ব্যতিক্রম হল না। রবিবার শহর জুড়ে শব্দের উপদ্রব অব্যাহত ছিল বলে জানা গিয়েছে।
এ বারও মহানগরে কালীপুজোর রাতে শব্দবাজির তাণ্ডব মালুম হল বলেই দাবি বাগবাজার, নিউ মার্কেট চত্বর, টালিগঞ্জের বাসিন্দাদের। হরিদেবপুর, বাঁশদ্রোণী, গড়িয়া, পর্ণশ্রীর পাশাপাশি বেলগাছিয়া, কাশীপুর, উল্টোডাঙা, ফুলবাগান এলাকায় বিপুল শব্দবাজি ফাটানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বাসিন্দাদের একাংশ। তবে, উত্তর থেকে দক্ষিণ, কলকাতার প্রায় সর্বত্রই কমবেশি বাজি ফাটার আওয়াজ মিলেছে।
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুযায়ী, কালীপুজোর রাতে ১১টা পর্যন্ত কলকাতার মধ্যে সবথেকে খারাপ অবস্থা বালিগঞ্জের। পিএম ২.৫-এর মান মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে রাত ৮টায় ছিল ১৫০। রাত ৯টায় তা বেড়ে ৩৮০ হয়, রাত ১০টায় তা বেড়ে দাঁড়ায় ৪৩২-এ। রাত ১১টায় ৪৩৮। তবে জেলার ক্ষেত্রে হাওড়ার ঘুষুড়ির ছবিটা আরও খারাপ। রাত ৮টায় যা ৩১৭ ছিল, রাত ১১টায় বড়সড় লাফ মেরে ৫০০ ছুঁয়ে ফেলেছে। বেলুড়েরও একই অবস্থা। রাত ৮টায় ১৬০ ছিল, রাত ১১টায় তা ৫০০ হয়েছে।
লালবাজার সূত্রের অবশ্য বক্তব্য, বাজি ফাটানোর অভিযোগ পেলেই তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে। সাড়ে ৮টা পর্যন্ত সাড়ে ন’কেজি বাজি আটক করা হয়েছে। গ্রেফতারও করা হয়েছে ২২ জনকে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে খবর, রবিবার বাজি ফাটানোর মোট আটটি অভিযোগ এসেছে। তার মধ্যে দু’টি কলকাতা থেকে। বাকি ছ’টি জেলা থেকে এসেছে। সব ক্ষেত্রেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পর্ষদ সূত্র।