কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের খুনের ঘটনার তদন্তভার নিল সিআইডি

কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জে রাজবংশী যুবকের মৃত্যুতে তদন্তের ভার হাতে নিল সিআইডি। সোমবার থেকেই কাজ শুরু করতে চলেছে রাজ্যের গোয়েন্দা দফতর। এই খবর নিশ্চিত করেছেন ডিআইজি অনুপ জয়সওয়াল।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবক মৃত্যুঞ্জয় বর্মণের পরিবারের তরফে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের দফতরে একটি অভিযোগ দায়ের করা হয়। গত বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মণের খুড়তুতো ভাই মৃত্যুঞ্জয় বর্মণকে গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ঘটনার পাঁচদিনের মধ্যেই সিআইডি তদন্তভার নিল। যদিও পরিবার অনড় সিবিআই তদন্তের দাবিতেই।

মৃতের পরিবারের অভিযোগ,কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেনের চালানো গুলিতেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের। পাল্টা মৃতের পরিবারের দিকে আঙুল তুলেছেন ওই পুলিশ আধিকারিক। তাঁর বক্তব্য সেদিন রাত্রিবেলা তাঁর উপর হামলা চালানো হয়েছে। এই দুই অভিযোগের প্রেক্ষিতে এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডি-কে।

জানা গিয়েছে, দু’দিনের মধ্যে মৃত্যুঞ্জয়ের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলবেন। আর যাঁর বিরুদ্ধে এই খুনের অভিযোগ সেই কালিয়াগঞ্জ থানার সহকারি সাব-ইনস্পেক্টর মোয়াজ্জেম হোসেনকেও সিআইডি কর্তারা জিজ্ঞাসাবাদ করবেন। পুলিশকে মারধর করার অভিযোগ দায়ের করেছিলেন এই মোয়াজ্জেম হোসেনই।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন