কালীগঞ্জ উপনির্বাচন: প্রবল বৃষ্টির মাঝেই চলছে ভোটগ্রহণ

প্রবল বৃষ্টির মধ্যেই চলছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় দিয়ে ভোটদাতারা বুথে আসছেন। লাইনে দেখা গেল প্রবীণ নাগরিক থেকে তরুণ-তরুণীদেরও।

এই কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

ভোট শান্তিপূর্ণ রাখতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কোথাও এখনও পর্যন্ত বড় অশান্তির খবর নেই।

উল্লেখ্য, কালীগঞ্জ বিধানসভা আসনটি তৃণমূলের দখলে ছিল। এবার ফল কার ঝুলিতে যায়, সেদিকেই নজর।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক