কলকাতা: কালীঘাট মন্দিরে যাতায়াত সহজ করতে কালীঘাট স্কাইওয়াকের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় দিলে কালীপুজোর আগেই এই স্কাইওয়াকের উদ্বোধন হতে পারে বলে আশাবাদী প্রশাসন। উদ্বোধনের পর কালীপুজোর দিনেই পুণ্যার্থীরা স্কাইওয়াক ধরে মন্দিরে প্রবেশ করতে পারবেন।
২০২১ সালের অক্টোবর মাসে কালীঘাট স্কাইওয়াকের কাজ শুরু হয়। দক্ষিণেশ্বর স্কাইওয়াকের সফলতার পর মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটেও একই ধরনের প্রকল্পের ঘোষণা করেছিলেন। প্রথমে ঠিক হয়েছিল দেড় বছরের মধ্যে কাজ শেষ হবে, তবে নানা কারণে তা বিলম্বিত হয়। গত বছর মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্ত দফতর ও কলকাতা পুরসভার তত্ত্বাবধানে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়, যারা স্কাইওয়াক নির্মাণের কাজ তদারকি করছে।
স্কাইওয়াকটির দৈর্ঘ্য প্রায় ৪৫০ মিটার এবং প্রস্থ ১০.৫ মিটার। এটি পুরোপুরি আধুনিক পলিকার্বনেট শিট দিয়ে আচ্ছাদিত করা হয়েছে। প্রাথমিক বাজেট ছিল ৭৭ কোটি টাকা, কিন্তু কাজের বিলম্বের কারণে খরচ বেড়ে প্রায় ৯০ কোটি টাকায় পৌঁছেছে।
স্কাইওয়াকের মাধ্যমে এসপি মুখার্জি রোড, মহিম হালদার স্ট্রিট, গুরুপদ হালদার পাড়া রোড, সদানন্দ রোড এবং কালী টেম্পল রোডের মাধ্যমে মন্দিরে প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য পুরো স্কাইওয়াকে সিসি ক্যামেরা এবং এলইডি লাইট বসানো হয়েছে।