পঞ্চায়েতে জিতেই দলবদল! গণনাকেন্দ্র থেকে বেরিয়েই তৃণমূলে যোগ সিপিএম প্রার্থীর

সিপিএম-এর হয়ে প্রার্থী হয়েছিলেন পঞ্চায়েতে। মঙ্গলবার ভোটগণনায় দেখা গেল জিতেওছেন তিনি। আর জেতার পর গণনাকেন্দ্র থেকে বেরিয়েই যোগদান করলেন তৃণমূলে।

ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনা এক নম্বর ব্লকের কাঁকুড়িয়া পঞ্চায়েতের। কাঁকুড়িয়া পঞ্চায়েতের সহজপুরের ১৬৯ সংসদ থেকে সিপিএমের টিকিটে ২৩ ভোটে জিতেছেন গীতা হাঁসদা।

সিপিএমের দাবি, চাপের কারণেই এ রকম করেছেন গীতা। তবে, গীতা নিজে জানিয়েছেন, আদতে তৃণমূলই করতেন তিনি। তাই ফের সেই দলে ফিরে গেছেন। চাপ দেওয়ার কথা মানতে চায়নি তৃণমূল।

প্রসঙ্গত, কাঁকুড়িয়া পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে তৃণমূল ১৭টি আসনে জয়লাভ করেছিল। এই একটি আসনে সিপিএম জয় লাভ করে। কিন্তু কাউন্টিং সেন্টার থেকে বেরিয়েই গার্গী সংবাদ মাধ্যমে জানান যে, এ বার তিনি তৃণমূলে যোগদান করবেন।

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস