Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পঞ্চায়েতে জিতেই দলবদল! গণনাকেন্দ্র থেকে বেরিয়েই তৃণমূলে যোগ সিপিএম প্রার্থীর - NewsOnly24

পঞ্চায়েতে জিতেই দলবদল! গণনাকেন্দ্র থেকে বেরিয়েই তৃণমূলে যোগ সিপিএম প্রার্থীর

সিপিএম-এর হয়ে প্রার্থী হয়েছিলেন পঞ্চায়েতে। মঙ্গলবার ভোটগণনায় দেখা গেল জিতেওছেন তিনি। আর জেতার পর গণনাকেন্দ্র থেকে বেরিয়েই যোগদান করলেন তৃণমূলে।

ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনা এক নম্বর ব্লকের কাঁকুড়িয়া পঞ্চায়েতের। কাঁকুড়িয়া পঞ্চায়েতের সহজপুরের ১৬৯ সংসদ থেকে সিপিএমের টিকিটে ২৩ ভোটে জিতেছেন গীতা হাঁসদা।

সিপিএমের দাবি, চাপের কারণেই এ রকম করেছেন গীতা। তবে, গীতা নিজে জানিয়েছেন, আদতে তৃণমূলই করতেন তিনি। তাই ফের সেই দলে ফিরে গেছেন। চাপ দেওয়ার কথা মানতে চায়নি তৃণমূল।

প্রসঙ্গত, কাঁকুড়িয়া পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে তৃণমূল ১৭টি আসনে জয়লাভ করেছিল। এই একটি আসনে সিপিএম জয় লাভ করে। কিন্তু কাউন্টিং সেন্টার থেকে বেরিয়েই গার্গী সংবাদ মাধ্যমে জানান যে, এ বার তিনি তৃণমূলে যোগদান করবেন।

Related posts

‘সুভাষিণী’ থেকে ‘ইরাবতী’, বাংলার কৃষিতে নতুন দিগন্ত! বিজ্ঞানীদের সাফল্যকে কুর্নিশ মমতার

সুপ্রিম কোর্টের নির্দেশের জের, শুনানির সময়সীমা বাড়াতে পারে কমিশন

‘দেরি করা যাবে না’, ভোটের আগেই ৩ কাজ শেষ করার টার্গেট দিলেন মুখ্যমন্ত্রী