নদিয়ার কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত চারজনের মৃত্যু। বিস্ফোরণের ফলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ঝলসানো দেহ, মৃতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কল্যাণীর ঘনবসতিপূর্ণ রথতলা এলাকায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গোটা বাজি কারখানাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে পৌঁছেছে কল্যাণী থানার পুলিশ ও দমকলবাহিনী। এলাকাবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগে, যার ফলেই এই বিস্ফোরণ ঘটে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার দেওয়াল ভেঙে পড়েছে, তাই কেউ আটকে পড়েছে কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি, বিস্ফোরণের সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।