আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস

ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ কমলা হ্যারিস।  কিছু সময়ের জন্য হলেও মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা থাকবে কমলা হ্যারিসের হাতে । হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? আসলে, কিছুই আচমকা নয়। পুরোটাই পরিকল্পনামাফিক ভাবে ঘটতে চলেছে।


হোয়াইট হাউস সূত্রে খবর, গত জানুয়ারি মাসে মসনদে বসার পর প্রথম রুটিন চেক-আপ হতে চলেছে বাইডেনের। শুক্রবার ওয়াশিংটনের বাইরে ‘রিড মেডিক্যাল সেন্টারে’ কলনোস্কোপি করা হবে তাঁর। সেই প্রক্রিয়া চলাকালীন তাঁকে অজ্ঞান করা হবে। সেই সময় দেশের সর্বেসর্বা হবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাঁর হাতেই থাকবে মার্কিন ফৌজ ও আণবিক অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রণ। চেক-আপের আগে নিয়ম মেনে ডেপুটি কমলার হাতে ‘প্রেসিডেন্সিয়াল পাওয়ার’ তুলে দেবেন জো বাইডেন। সেই সময় ওয়েস্ট উইংয়ে নিজের দফতর থেকেই দেশের দায়িত্ব সামলাবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কমলা। 


হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, জো বাইডেন কলোনস্কোপির জন্যে এনেস্তেশিয়া নিতে চলেছেন। ফলে সাধারণ অবস্থায় থাকতে পারবেন তিনি। মার্কিন সংবিধান অনুযায়ী দায়িত্ব ভাগ করা যায়। আর সেই কারনেই তাঁর অনুপস্থিতিতে যাতে দেশ চলতে পারে সেই কারনে কমলা হ্যারিসকে দায়িত্ব দিতে চলেছেন জো বাইডেন। মার্কিন সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতিকেই দেশের সবোর্চ কমান্ডার মানা হয়।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন