প্রথম পাতা খবর ৯ থেকে ২২ ডিসেম্বর বাতিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস! স্পেশাল বাস চালাবে এনবিএসটিসি

৯ থেকে ২২ ডিসেম্বর বাতিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস! স্পেশাল বাস চালাবে এনবিএসটিসি

725 views
A+A-
Reset

কলকাতা: নন ইন্টার লকিং কাজের জন্য আগামী ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিলের পাশাপাশি, বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। উল্লেখযোগ্য, ৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার জংশনগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর, কলকাতা থেকে উত্তরবঙ্গের দিকে চলাচলকারী আরও ৪১টি ট্রেনের রুট বদলানো হয়েছে। তবে পর্যটনের মরশুমে কাঞ্চনকন্য়া বাতিল হওয়ায় দু:শ্চিন্তা বেড়েছে সব মহলেই। জানা গিয়েছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস বাতিল হওয়ায় কারণে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে কিছু বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।

পর্যটকদের কথা মাথায় রেখে কলকাতা থেকে চারটি বাস শিলিগুড়ি পর্যন্ত চালাবে নিগম, অন্যদিকে একই ভাবে শিলিগুড়ি থেকেও প্রতিদিন চারটি বাস কলকাতায় যাবে। পাশাপাশি আলিপুরদুয়ার থেকেও স্পেশাল বাস সার্ভিস চালু করা হয়েছে এই সমস্যা সমাধানে। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪টি বিশেষ বাসের পরিষেবা দেওয়া হবে। অপরদিকে,শিলিগুড়ি থেকে কলকাতা বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪টি বাসের বিশেষ পরিষেবা দেওয়া হবে। এছাড়াও যদি প্রয়োজন হয় তবে আরো বাসের ব্যবস্থা করতে পারে নিগম এমনটাই জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতীম রায়। ইতিমধ্যে পরিবহন সংস্থার ওয়েব সাইটে এই সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হয়েছে।

সূত্রের খবর, বাতিলের মেয়াদ আরও কয়েক দিন বাড়তে পারে বলেও রেল সূত্রে ইঙ্গিত মিলেছে। তার জেরে, ডুয়ার্সে বড়দিনের পর্যটনের উপরে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। কারণ, কলকাতা থেকে ডুয়ার্সে যাতায়াতের একমাত্র ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এখন বাড়তি বাস চলাচল করলে অনেকটাই সুবিধা পাবেন পর্যটকরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.