ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগে তলব করা হয়েছিল ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজকে। সেই পুলিশি তলবের বিরুদ্ধেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। দাবি করেন, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। এই প্রেক্ষিতে আদালত তাঁকে মৌখিকভাবে রক্ষাকবচ দিয়েছে। আজ, মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা।
সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, নির্যাতিতার বাবা ও মা মুর্শিদাবাদের নওদা থানা এলাকার বাসিন্দা। নির্যাতিতার বাবা একজন বিজেপি নেতা। তিনি এলাকার একাধিক নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। বর্তমানেও তিনি বিজেপির সঙ্গে যুক্ত। নির্যাতিতার বাবা-মায়ের দাবি, কার্তিক মহারাজের সঙ্গে দীর্ঘ ১৪-১৫ বছর আগে তাঁদের আলাপ। সেই সময় থেকেই কার্তিক মহারাজ তাঁদের বাড়িতে আসা যাওয়া করতেন। সেই সূত্রে তাঁর মেয়ের সঙ্গে আলাপ কার্তিক মহারাজের।
অভিযোগকারী এক মহিলার দাবি, বেশ কয়েক বছর আগে তাঁকে ধর্ষণ করা হয়েছিল এবং জোর করে গর্ভপাত করানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কার্তিক মহারাজকে তলব করে। তাঁর দাবি, রাজনৈতিক বা ব্যক্তি স্বার্থে এই মামলাটি রচিত হয়েছে।