কসবা কাণ্ড: কাউন্সিলারের উপর হামলার ঘটনায় পুলিশের জালে ‘মাস্টারমাইন্ড’

কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যেই কসবা কাণ্ডে বড় সাফল্য পেল পুলিশ। মূলচক্রী ইকবাল ওরফে আফরোজ খানকে পূর্ব বর্ধমানের গলসি থেকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। তদন্তকারীদের আশা, ধৃতকে জেরা করে গোটা ঘটনার শিকড়ে পৌঁছনো যাবে।

শুক্রবার রাতে কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের উদ্দেশ্যে গুলি চালানোর চেষ্টা করে আততায়ীরা। তবে বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় সুশান্ত ঘোষ অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এর পরেই কাউন্সিলারের সহকারীরা ধরে ফেলে এক অভিযুক্তকে। ওই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে আটক করে পুলিশ। এরপর উঠে আসে ঘটনার নেপথ্যে থাকা চাঞ্চল্যকর তথ্য।

তদন্তে জানা গেছে, কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের জন্য ১০ হাজার টাকার সুপারি দেওয়া হয়েছিল। অগ্রিম হিসেবে দেওয়া হয়েছিল আড়াই হাজার টাকা। হত্যার দায়িত্ব পায় তিনজন সুপারি কিলার। এরা বৃহস্পতিবার রাতে বিহার থেকে ট্রেনে হাওড়ায় পৌঁছায়।

হাওড়া স্টেশনের বাইরে তাদের জন্য অপেক্ষা করছিল ট্যাক্সিচালক আহমেদ। সে তাদের বন্দর এলাকার একটি গোপন ডেরায় নিয়ে যায়। সেখানেই রাতে বসে খুনের পরিকল্পনা। পরিকল্পনা অনুযায়ী শনিবার সন্ধ্যায় হামলা চালানো হয়।

ধৃত ইকবালকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। তাদের বিশ্বাস, মূলচক্রীকে ধরার পর এখন ঘটনায় জড়িত অন্যদেরও খুব শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে। তদন্ত চলছে জোরকদমে। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন