কসবা কাণ্ড: কাউন্সিলরের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও এক

কলকাতা: কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় বিহারের বৈশালী থেকে গ্রেপ্তার করা হল অভিযুক্ত স্কুটার চালক লক্ষ্মণ শর্মাকে। ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হবে। এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৭।

গত ১৫ নভেম্বর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে বসে থাকার সময় বাইকে এসে দুষ্কৃতীরা সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা করে। তবে বন্দুকের ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি বের হয়নি, এবং বরাতজোরে প্রাণে বাঁচেন তিনি।

তদন্তে নেমে কলকাতা পুলিশের বিশেষ তদন্ত দল (সিট) ইতিমধ্যে মূল চক্রী আফরোজ খানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। আফরোজের দাবি, জমি সংক্রান্ত বিবাদ থেকে এই হামলার পরিকল্পনা করা হয়। নিজের জমি হাতছাড়া হওয়ার ক্ষোভেই কাউন্সিলরকে খুনের ছক কষেছিল সে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক