কসবা কাণ্ডে তদন্তের অগ্রগতি রিপোর্ট হাইকোর্টে, মুখবন্ধ খামে জমা দিল পুলিশ

কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তদন্ত কতদূর এগিয়েছে, তা নিয়ে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে সেই রিপোর্ট পেশ করা হয়। আদালত কেস ডায়েরি খুঁটিয়ে দেখে নির্যাতিতার পরিবারের আইনজীবীকেও রিপোর্টের একটি কপি দেয়, তবে সেই রিপোর্ট প্রকাশ্যে আনা যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নির্যাতিতার আইনজীবী আদালতে জানান, পরিবারের কেউ এই তদন্তে আপত্তি করছে না। বরং পুলিশি তদন্তে তাঁরা সন্তুষ্ট। তদন্তের অগ্রগতি জানতে রিপোর্ট হাতে চেয়ে আবেদন করেন তিনি। বিচারপতিরা এ দিন গোপন জবানবন্দি ও মেডিক্যাল রিপোর্ট পর্যালোচনা করেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৭ জুলাই।

উল্লেখ্য, ২৫ জুন কসবার আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। প্রধান অভিযুক্ত কলেজের প্রাক্তনী মনোজিৎ মিশ্র-সহ তিন জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত করছে লালবাজারের গোয়েন্দা শাখা।

হাইকোর্ট আগেই কলেজ চত্বরে নিরাপত্তা এবং বহিরাগতদের প্রবেশ নিয়ে প্রশ্ন তোলে। সেই অনুযায়ী এ দিন নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টও মুখবন্ধ খামে জমা পড়ে। আদালত জানিয়েছে, তদন্তের গতি ও নিরপেক্ষতা পর্যবেক্ষণে তারা নিয়মিত নজর রাখবে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে