এই মাসের ৭ তারিখ, অর্থাৎ সোমবার থেকে আবার ক্লাস শুরু হতে চলেছে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে। সূত্রের খবর, পুলিশের কাছ থেকে পঠনপাঠনের জন্য অনুমতি পাওয়া গিয়েছে। সেই অনুমতি হাতে আসার পরেই কলেজের উপাধ্যক্ষ উচ্চশিক্ষা দফতরের এক শীর্ষ আধিকারিকের সঙ্গে কথা বলেন। এরপরেই কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গিয়েছে, পরিচালন সমিতির বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, সোমবার সকাল সাতটা থেকে কলেজে ক্লাস শুরু হবে। কলেজের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।
তবে তদন্তের স্বার্থে কলেজ ক্যাম্পাসের ইউনিয়ন রুম এবং গার্ডরুম ‘সিল’ করে রাখবে কলকাতা পুলিশ।
এদিকে শুক্রবার ভোররাতে কলেজে পৌঁছায় গোয়েন্দা বিভাগ এবং ফরেন্সিক দল। মূল অভিযুক্ত ‘এম’, ‘পি’, ‘জে’ এবং ধৃত রক্ষীকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্গঠন করে পুলিশ। নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে এই তথ্য।
এর আগে কলেজ বন্ধ থাকা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি পঠনপাঠন বন্ধ থাকার কারণ জানতে রিপোর্ট তলব করেন পরিচালন সমিতির কাছে। রিপোর্টে জানানো হয়, পুলিশ তদন্তের স্বার্থে কলেজ গেট সিল করে রেখেছে, তাই পাঠদান চালু করা যাচ্ছে না। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় ক্লাস শুরু হচ্ছে।