Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কসবা ধর্ষণকাণ্ড: রাজ্যকে তদন্ত রিপোর্ট জমার নির্দেশ হাই কোর্টের, হলফনামা দিতে হবে কলেজকেও - NewsOnly24

কসবা ধর্ষণকাণ্ড: রাজ্যকে তদন্ত রিপোর্ট জমার নির্দেশ হাই কোর্টের, হলফনামা দিতে হবে কলেজকেও

কসবার আইন কলেজে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি হল হাই কোর্টে। শুনানিতে কলকাতা হাই কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিল তদন্ত রিপোর্ট এবং কেস ডায়েরি জমা দিতে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, কলেজ কর্তৃপক্ষকেও হলফনামা জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতিবার, তার মধ্যেই এই তথ্যপত্র জমা দিতে হবে রাজ্য এবং কলেজকে।

বৃহস্পতিবারের শুনানিতে নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়, তারা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর তদন্তেই আস্থা রাখছে। আগেও পরিবার সিবিআই তদন্তে অনীহা প্রকাশ করেছিল। বর্তমানে এই মামলার তদন্তভার সিট-এর কাছ থেকে নিয়ে গোয়েন্দা বিভাগের হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ।

গত ২৫ জুন রাতে সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ। ২৭ জুন ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযোগ, প্রথমে কলেজের ইউনিয়ন রুমে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়, পরে রক্ষীর ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। সেই সময় রক্ষীকে বাইরে বসিয়ে রাখা হয়েছিল বলেও অভিযোগ। ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ—তিন অভিযুক্তের মধ্যে একজন প্রাক্তনী, বাকি দু’জন কলেজের বর্তমান ছাত্র। কলেজের রক্ষীকেও পরে গ্রেফতার করা হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, তিন অভিযুক্ত ৮ জুলাই পর্যন্ত এবং রক্ষী ৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন।

Related posts

মা উড়ালপুলে অ্যাপ ভিত্তিক শাটল বাসে নিষেধাজ্ঞা, যানজট কমাতে লালবাজারের সিদ্ধান্ত

শীতের দৌড়ে শ্রীনিকেতনকে ছাপাল কল্যাণী, আর কতদিন জাঁকিয়ে শীত?

জঙ্গলের বুক চিরে টয়ট্রেন! ছয় বছর পর উত্তরবঙ্গে ফিরল রোমাঞ্চকর জঙ্গল সাফারি