প্রথম পাতা খবর কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা: আজ সর্বদলীয় বৈঠক

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা: আজ সর্বদলীয় বৈঠক

311 views
A+A-
Reset

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর এটি অন্যতম ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মন্তব্যে জানা গেছে, সেনাবাহিনীর পোশাক পরা ৬ জন বিদেশি জঙ্গি পর্যটকদের ধর্ম পরিচয় যাচাই করে হামলা চালায়। এই কাপুরুষোচিত হামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে।

সূত্রের খবর, এই বৈঠকে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। তিনিই ওই বৈঠকে পুরো বিষয় এবং তদন্তের অগ্রগতি নিয়ে বিবরণ পেশ করবেন। বৈঠকটি আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা।

বৈঠকে তিনি বুধবার কেন্দ্রের পক্ষ থেকে পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে বিচ্ছিন্ন করার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও রাজনৈতিক নেতাদের অবহিত করবেন বিদেশমন্ত্রী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.