Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কেদারনাথ ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৫, উদ্ধারকাজ চলছে - NewsOnly24

কেদারনাথ ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৫, উদ্ধারকাজ চলছে

কেদারনাথের রুটে সোমবার ঘটে যাওয়া ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫-এ। মঙ্গলবার উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ থেকে আরও চারটি মৃতদেহ উদ্ধার করেছেন। রুদ্রপ্রয়াগ পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও তীর্থযাত্রী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিটে কেদারনাথ থেকে ফিরে আসার পথে একদল তীর্থযাত্রী এই ভূমিধসে আটকে পড়েন। ঘটনাস্থলে দ্রুত তল্লাশি অভিযান শুরু হয়। স্থানীয় প্রশাসন, SDRF এবং NDRF-এর কর্মীরা তৎপরতার সাথে উদ্ধারকাজ চালিয়ে গোপাল (৫০) নামের এক তীর্থযাত্রীর মৃতদেহ উদ্ধার করেন। তিনি মধ্যপ্রদেশের ধার জেলার বাসিন্দা ছিলেন।

অভিযানের সময় তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় এবং তাদের অ্যাম্বুলেন্সে করে দ্রুত সোনপ্রয়াগে নিয়ে যাওয়া হয়। তবে খারাপ আবহাওয়া এবং মাঝে মাঝে পাহাড় থেকে পাথর খসে পড়ার কারণে সোমবার রাতে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত রাখতে হয়।

মঙ্গলবার সকালে আবহাওয়া কিছুটা ভালো হলে আবারও উদ্ধারকাজ শুরু করা হয়। সেই সময় আরও চারজন তীর্থযাত্রীর মৃতদেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়, তাদের মধ্যে তিনজন নারী।

উদ্ধার হওয়া তীর্থযাত্রীরা হলেন মধ্যপ্রদেশের ঘাট জেলার দুর্গাবাই খাপার (৫০), নেপালের ধনওয়া জেলার বৈদেহী গ্রামের তিতলি দেবী (৭০), মধ্যপ্রদেশের ধার জেলার সমন বাই (৫০), এবং গুজরাতের সুরাতের বাসিন্দা ভরত ভাই নিরালাল (৫২)।

এই মর্মান্তিক ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী নিহতদের আত্মীয়স্বজনের প্রতি শোকপ্রকাশ করেছেন। উদ্ধারকাজ এখনও চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Related posts

যুবভারতী-কাণ্ডে ধৃত শতদ্রু দত্তের ১৪ দিনের পুলিশ হেফাজত, আদালত চত্বরে তীব্র উত্তেজনা

রেশন বরাদ্দে বদল: জানুয়ারি থেকে চাল কমে গম বাড়ছে, কেন্দ্রের সিদ্ধান্তে উদ্বেগ রাজ্যে

প্রতীক্ষার অবসান: আগামী সপ্তাহ থেকে বিমানবন্দর–শহিদ ক্ষুদিরাম সরাসরি মেট্রো পরিষেবা