২ মে খুলছে কেদারনাথ, ৪ মে বদ্রীনাথ ধামের দরজা

আগামী ২ মে খুলছে শ্রী কেদারনাথ ধামের দরজা, আর ৪ মে থেকে ভক্তদের জন্য খুলে যাবে শ্রী বদ্রীনাথ ধাম। শনিবার শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (BKTC) এক মুখপাত্র এই ঘোষণা করেছেন।

মুখপাত্র জানান, “আজ সন্ধ্যায় শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির অগ্রগামী দল শ্রী কেদারনাথ ধামে পৌঁছেছে। ২ মে ধামের দরজা খুলে দেওয়া হবে।”

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী গত ১০ এপ্রিল জানিয়েছেন, চার ধাম যাত্রার প্রস্তুতি চলেছে জোরকদমে। তিনি এই যাত্রার নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিচালনার ওপর জোর দেন এবং বলেন, এই যাত্রা রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড।

তিনি বলেন, “চার ধাম যাত্রার প্রস্তুতি চলছে। আমি একটি বৈঠকে ব্যবস্থাপনা নিয়ে যাবতীয় বিষয় পর্যালোচনা করেছি। ভক্তদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এছাড়াও, দ্বিতীয় কেদার — শ্রী মধ্যমহেশ্বর মন্দিরের দরজা ২১ মে খুলবে এবং তৃতীয় কেদার — শ্রী তুঙ্গনাথ মন্দিরও ২ মে খুলবে।

এই সপ্তাহের শুরুতে, BKTC-র প্রধান নির্বাহী বিজয় প্রসাদ থাপলিয়াল শ্রী ওঙ্কারেশ্বর মন্দিরে (উখিমঠ) একটি বৈঠকে অংশ নেন, যেখানে মধ্যমহেশ্বর মন্দির খোলার তারিখ নির্ধারিত হয়। কেদার সভার সদস্যরা তাঁকে স্বাগত জানান এবং তীর্থপুরোহিতদের সঙ্গে তাঁর সমন্বিত কাজের প্রশংসা করেন।

মঙ্গলবার থাপলিয়াল ক’টি গুরুত্বপূর্ণ স্থান যেমন মা বারাহি মন্দির (সংশারি), মস্তা নারায়ণ কটি, শ্রী ত্রিযুগীনারায়ণ মন্দির, গৌরীমাতা মন্দির, গৌরিকুণ্ড, সোনপ্রয়াগের মন্দির কমিটির বিশ্রামাগার ও শোণিতপুর (গুপ্তকাশী)-র সংস্কৃত কলেজ পরিদর্শন করেন।

চার ধাম যাত্রা হিন্দুধর্মের অন্যতম পবিত্র তীর্থযাত্রা, যেখানে ইয়ামুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ—এই চারটি হিমালয় সংলগ্ন তীর্থ স্থান অন্তর্ভুক্ত।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক