প্রবল বৃষ্টি চলছে উত্তরাখণ্ডে। রুদ্রপ্রয়াগ জেলায় তুমুল বর্ষণের কারণে শোনপ্রয়োগে কেদারনাথ যাত্রা পরবর্তী নির্দেশ পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে।
রবিবার সরকারি ভাবে অনির্দিষ্ট কালের জন্য কেদারনাথ যাত্রা বন্ধের ঘোষণা করা হয়। রুদ্রপ্রয়াগের জেলাশাসক ময়ুর দীক্ষিত বলেন, “প্রবল বৃষ্টি না থামা পর্যন্ত কেদারনাথ যাত্রা বন্ধ রাখছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রা বন্ধ রাখা হয়েছে।”
এই বছরের ২৫ এপ্রিল শুরু হয়েছিল কেদারনাথ যাত্রা। ২২ জুন প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, ৩০ লক্ষেরও বেশি তীর্থযাত্রী চরধাম পরিদর্শন করেছেন। ১০ লক্ষেরও বেশি তীর্থযাত্রী উত্তরাখণ্ডের চলমান চারধাম যাত্রায় কেদারনাথ দর্শন করছেন।
শনিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যে পৌঁছনোয় উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিন এসব এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে দেখে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট রুম ঘুরে দেখেন এবং পরিস্থিতি নিরীক্ষণ করেন।