কেরলের প্রাক্তন সিপিএম নেতা পিভি আনওয়ার তৃণমূলে যোগ দিয়েই বড় দায়িত্ব পেলেন। তাঁকে কেরলে তৃণমূলের আহ্বায়ক নিযুক্ত করা হয়েছে। সোমবার তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করা হয়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।
পিভি আনওয়ার কেরলে কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে সরব হয়ে পরিচিতি লাভ করেন, সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন। আনওয়ার জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড তাঁকে অনুপ্রাণিত করেছে।
উত্তর-পূর্ব ভারত ও গোয়ার পর এবার দক্ষিণ ভারতে, বিশেষ করে বামশাসিত কেরলে সংগঠন বিস্তারে নেমেছে তৃণমূল কংগ্রেস। আনভারকে প্রধান সেনাপতি করে এই লক্ষ্য পূরণে ঝাঁপিয়েছে দল। নতুন বছরে আনওয়ার তৃণমূলের একমাত্র কেরল প্রতিনিধি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সোমবার কেরল বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে আনওয়ার বলেন, “পিনারাই জমানার শেষ দেখতে চাই।”