কেদারনাথ: উদ্ধারকারী চপার থেকে ছিঁড়ে মন্দাকিনী নদীর ধারে ভেঙে পড়ল হেলিকপ্টার। মন্দাকিনীর ধারে বড় বড় পাথরের উপর আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে গেল বেসরকারি সংস্থা পরিচালিত ওই হেলিকপ্টার। কেদারনাথ ও গৌচরের মাঝে ভীমবালির কাছে লিঞ্চোলিতে দুর্ঘটনাটি ঘটে
জেলা পর্যটন আধিকারিক রাহুল চৌবে জানিয়েছেন, গত ২৪ মে, ক্রিস্টাল এভিয়েশন কোম্পানির হেলিকপ্টারে প্রযুক্তিগত ত্রুটির কারণে, কেদারনাথ হেলিপ্যাডের কিছু আগে জরুরি অবতরণ করানো হয়েছিল। সেসময় পাইলটের বুদ্ধিতে হেলিকপ্টারে থাকা সব যাত্রী নিরাপদে অবতরণ করেন।
শনিবার সেটিকে মেরামত করার জন্য গৌচরের এয়ারস্ট্রিপে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী ক্রিস্টাল এভিয়েশনের হেলিকপ্টারটিকে এয়ারফোর্স এমআই ১৭ হেলিকপ্টার থেকে ঝুলিয়ে সকাল ৭টার নাগাদ গৌচরে নিয়ে যাচ্ছিল।
কিছুটা দূর যাওয়ায় পরই এমআই১৭ হেলিকপ্টারের ওজন এবং বাতাসের প্রভাবে তার ভারসাম্য হারাতে শুরু করে। এরপর থারু ক্যাম্পের কাছে পৌঁছে উদ্ধারকারী চপার থেকে ছিঁড়ে মন্দাকিনী নদীর ধারে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। কোনো যাত্রী বা যন্ত্রপাতি ছিল না হেলিকপ্টারটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল।