মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, নিজের গ্রামে ফিরে গেলেন একনাথ শিন্ডে

মহারাষ্ট্রের মহাযুতি জোটে নেতৃত্বাধীন বিজেপি, শিবসেনা ও অজিত পওয়ারের এনসিপির মধ্যে সরকার গঠন নিয়ে জটিলতা বেড়েছে। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রিত্বের বিষয়ে একাধিক গুঞ্জন শুরু হয়েছে।

মুম্বাইতে মহাযুতির নির্ধারিত বৈঠক এবং শিবসেনার আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক বাতিল হয়েছে বলে সূত্রের খবর। এদিকে, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আচমকাই নিজের গ্রাম সাতারায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই পদক্ষেপে সরকার গঠনের জটিলতা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে।

দিল্লির বৈঠকের পর শিন্ডে জানিয়েছেন, আলোচনা “ভাল এবং ইতিবাচক” হয়েছে। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা মহাযুতির পরবর্তী বৈঠকে চূড়ান্ত হবে। তিনি এও বলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সিদ্ধান্ত তিনি মেনে নেবেন এবং সরকারের পথচলায় কোনও বাধা হয়ে দাঁড়াবেন না।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবীসের নাম প্রায় নিশ্চিত। এটি হলে, তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন তিনি। বর্তমান ফর্মুলা অনুযায়ী, একজন মুখ্যমন্ত্রী এবং দুই উপমুখ্যমন্ত্রী রাখা হবে। তবে শিন্ডে উপমুখ্যমন্ত্রী হতে অনাগ্রহ প্রকাশ করেছেন। শিবসেনার বিধায়ক ও মুখপাত্র সঞ্জয় শিরসাট জানিয়েছেন, “যিনি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, তাঁর ডেপুটি হওয়া সম্মানজনক নয়।”

মন্ত্রিসভার পদবণ্টন নিয়েও কিছু বিষয়ে মতভেদ রয়ে গেছে। বিজেপি ২২টি মন্ত্রিত্ব পেতে পারে, যেখানে শিবসেনা ১২টি এবং এনসিপি ৯টি পদ পাবে বলে জানা গেছে। স্বরাষ্ট্র দফতর বিজেপির কাছে থাকছে, এনসিপি সম্ভবত অর্থ দফতর ধরে রাখবে।

মহারাষ্ট্রে বিধানসভার সাম্প্রতিক নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি ২৮৮ আসনের মধ্যে ২৩০টিতে জয়লাভ করেছে। বিজেপি ১৩২টি, শিবসেনা ৫৭টি এবং অজিত পওয়ারের এনসিপি ৪১টি আসন দখল করেছে। শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ২ ডিসেম্বর হতে পারে বলে সূত্রের খবর।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন