হকির জাদুকর ধ্যানচাঁদের নামেই খেলরত্নের নামকরণ, ঘোষণা মোদীর

ডেস্ক: তিন দশক পর রাজীব গান্ধীর নাম মুছে খেলরত্ন পুরস্কারকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামকরণ করা হল। আজ এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী জানান যে বেশ কয়েকদিন ধরেই তিনি বিভিন্ন মহলের তরফে খেল রত্ন পুরস্কারকে মেজর ধ্যান চাঁদের নামে করার আবেদন জানানো হয়েছিল। সেই দাবির প্রেক্ষিতেই এই নাম বদল বলে জানান তিনি।শুক্রবার টুইট করেই এই বার্তা দিলেন মোদী।

আরও পড়ুন: পদক ছাড়াই ফিরতে হচ্ছে ভারতীয় মহিলা হকি দলকে


মোদী এদিন টুইটারে জানিয়েছেন যে, দীর্ঘদিন ধরেই দেশের বহু মানুষ তাঁকে অনুরোধ করেছিলেন যাতে, ধ্যানচাঁদের নামে খেলরত্নের নামকরণ করা হয়। দেশবসীর আবেগকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ১৯৯১-৯২ সাল থেকে কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক খেলরত্ন পুরস্কার দিয়ে আসছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামেই  এই পুরস্কারের নামকরণ করা হয়েছিল।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন