আজ, বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে চতুর্থ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আগের তিনটি ম্যাচের মধ্যে দুটি হেরে বর্তমানে পয়েন্ট তালিকার শেষ স্থানে রয়েছে শাহরুখ খানের দল।
তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ, যারা এবারের আইপিএলে অন্যতম শক্তিশালী দল হিসেবে শুরু করলেও শেষ দু’টি ম্যাচে পরাজিত হয়েছে। ফলে আজকের ম্যাচ দু’দলকেই ঘুরে দাঁড়ানোর সুযোগ দেবে।
খেলা শুরু হবে সন্ধ্যা ৭:৩০-এ। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস চ্যানেলে এবং অনলাইনে দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।